ঢাকা শনিবার, ১১ই অক্টোবর ২০২৫, ২৬শে আশ্বিন ১৪৩২


শেষ মিনিটের গোলে হামজাদের কাঁদিয়ে হংকংয়ের জয়


১০ অক্টোবর ২০২৫ ০৭:৪১

সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে হামজাদের কাঁদিয়ে ৪-৩ গোলে হেরেছে বাংলাদেশ। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও তীরে এসে তরী ডুবালো হামজা-শমিতরা।

 

ঘরের মাঠে শুরুটা ছিল দুর্দান্ত ছিলো। ম্যাচের ১৩ মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন হামজা চৌধুরী। লেস্টার সিটির এই মিডফিল্ডারের বাঁকানো শট জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে গ্যালারিতে থাকা দর্শকরা।

 

তবে প্রথমার্ধের যোগ করা সময়েই গোল হজম করে বাংলাদেশ। ফাহিমের হেড থেকে ক্লিয়ার করতে ব্যর্থ হয় বাংলাদেশ, সুযোগটি কাজে লাগান হংকংয়ের ব্রাজিলীয় বংশোদ্ভূত ফরোয়ার্ড এভারটন কামারগো, ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

 

বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের মাশুল গুনে বাংলাদেশ। ৫০ মিনিটে শাকিল আহাদ তপুর ভুল পাস থেকে গোল করেন রাফায়েল মারকিয়েস। ৭৫ মিনিটে আবারও রাফায়েলের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় হংকং।

 

শেষের দিকে লড়াইয়ে ফেরে বাংলাদেশ। ৮৪ মিনিটে শেখ মোরসালিন গোল করে কমান ব্যবধান। এরপর যোগ করা সময়ের নবম মিনিটে মোরসালিনের কর্নার থেকে হেডে গোল করেন শমিত শোম।

 

৩-৩ সমতায় শেষ মুহূর্তে ড্র নিশ্চিত ভেবে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। হঠাৎ নেমে আসে নীরবতা। যোগ করা সময়ের ১১তম মিনিটে রাফায়েলের হ্যাটট্রিক গোলের মধ্য দিয়ে শেষ হয়ে যায় বাংলাদেশের স্বপ্ন।