ঢাকা রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫, ৫ই কার্তিক ১৪৩২


টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বিশ্রামে মোস্তাফিজ


৮ অক্টোবর ২০২৫ ১৮:১৩

সংগৃহীত

সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।

 

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের (০-৩) তিক্ত স্বাদ নিতে হয়েছে রশিদ খানের দলকে। ওয়ানডে সিরিজে এবার দুদলই নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন টি-টোয়েন্টি সিরিজ না খেলা মেহেদী হাসান মিরাজ। আর আফগানদের নেতৃত্বে দেখা যাবে হাসমতউল্লাহ শাহিদীকে।

 

টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাট করা সাইফ হাসানের আজ অভিষেক হচ্ছে ওয়ানডে দলে। খেলছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এদিকে, বিশ্রামে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমানকে।

 

পঞ্চাশ ওভারের সংস্করণে আফগানদের বিপক্ষে ১৯বারের লড়াইয়ে ১১টি জয় বাংলাদেশের। দুদলের মুখোমুখি সবশেষ ৫ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা।

 

বাংলাদেশ একাদশ:

তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।