বিহা চ্যাম্পিয়ন্স লিগ পেনিনসুলা চ্যাম্পিয়ন

গুলশান ইয়ুথ ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল শ্বাসরুদ্ধকর ফাইনাল। ম্যাগনিফিসেন্ট ম্যারিডিয়ান ও পেনিনসুলা থান্ডারবার্ডস লড়াই করেছে।
শিরোপা লড়াইয়ে ম্যারিডিয়ানকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পেনিনসুলা।
ফাইনাল ম্যাচ শেষে উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিহার উপদেষ্টা নূর আলী! আরো উপস্থিত ছিলেন এইচএম হাকিম আলী (প্রেসিডেন্ট), মো. শাখাওয়াত হোসেন, বিহার প্ল্যানিং অ্যান্ড ডেভেলপম্যান্ট কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি (দ্য ওয়েস্টিন অ্যান্ড শেরাটন ঢাকা) ও সকল স্পন্সর ও অংশীদাররা।
এই লিগে ২০ টি দল অংশ নিয়েছে। খেলা শেষে মোহাঃ নূর আলী বলেন, খেলায় শরীর ভাল থাকে। আমি আশা করি তারা অন্য খেলাও খেলবে। আমাদের দেশও ভাল করবে যত্ন নিলে। '
হাকিম আলী (প্রেসিডেন্ট বিহা) আসর নিয়ে বলেন, আমি প্রথমে পেনিনসুলাকে ধন্যবাদ জানাবো। আর যারা হেরেছে তারা ভাল করবে পরে। আর আয়োজকদের ধন্যবাদ জানাই। সুন্দর আয়োজন হয়েছে। এতে হোটেলের নেটওয়ার্ক আরো ভাল হবে।
২২ ফেব্রুয়ারি এই আসর শুরু হয়, ফাইনাল হয়ে গেল ১১ মার্চে। ১৪ দিনের চ্যাম্পিয়নস লিগ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর বসুন্ধরা পকেট। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। দেশের নামি-দামি ২০টি হোটেল ও রিসোর্ট এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয়।
টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ২ লাখ ও রানার্সআপ ১ লাখ টাকা পেয়েছেন। প্রতিদিন ম্যাচসেরাদের ক্রেস্ট দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার ও অফিসিয়াল সাহায্য করেন টুর্নামেন্টে।
এই আসরে টাইটেল স্পন্সর বসুন্ধরা পকেট ছাড়াও এতে মোটর করপোরেশন যুক্ত ছিল। নূর আলী ফ্যামিলি ট্রাস্টও টুর্নামেন্টের সঙ্গে। ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে ক্রিকেটার ইমরুল কায়েস তো রয়েছেনই। এ ছাড়া কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, নূর ট্রেড হাউস, ওমেরা এলপিজি, ডিভার্সে, তাজ এন্টারপ্রাইজ, বেঙ্গল মিট, কাজী অ্যান্ড কাজী, এমকেএস, কোয়ালিটি অ্যাগ্রো এ আসর জুড়ে ছিল। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে ট্রান্সকম বেভারেজ। এছাড়া এয়ারলাইন পার্টনার থাকছে নভোএয়ার অ্যান্ড লজিস্টিক। ইউনিক গ্রুপের প্রতিষ্ঠান হানসা ম্যানেজম্যান্টও কাজ করছে টুর্নামেন্টে।