ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশের হ্যাটট্রিক জয়


১৭ মার্চ ২০২৩ ০২:৩৮

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতায় মাঠে নেমে নেপালের বিপক্ষে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিলো লাল সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ঢাকার পল্টনের শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র এই ম্যাচে ৩টি লোনাসহ নেপালকে ৪০-২৪ পয়েন্টে দাপুটে জয় কুড়িয়ে নেয় স্বাগতিকরা। তাতেই সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের।

ম্যাচের প্রথমার্ধে লাল-সবুজরা এগিয়ে ছিল ২১-৯ পয়েন্টে।

জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন রাসেল হাসান।

আগের দুই ম্যাচে বাংলাদেশ যথাক্রমে পোল্যান্ডকে ৫০-২২ এবং আর্জেন্টিনাকে ৭২-২৩ পয়েন্টে হারায়।

পক্ষান্তরে নিজেদের তৃতীয় ম্যাচে এটা নেপালের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা ইরাকের কাছে দুভার্গ্যজনকভাবে ৪৯-৪৮ পয়েন্টে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে অবশ্য ইংল্যান্ডকে ৩৯-২৪ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল।

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শুরু হবে আগামীকাল শুক্রবার (১৭ মার্চ) দুপুর ২টায়।

আইকে