২৫ তারিখ সাইমন-বুবলীর বিয়ে!
গোপনে গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে জনপ্রিয় চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা বুবলীর। আর চলতি মাসের ২৫ তারিখ তাদের বিয়ে হবে! তবে এটা বাস্তবে না, সিনেমার প্রয়োজনে। যা দেখা যাবে ‘মায়া : দ্য লাভ’ সিনেমায়।
আজ বুধবার সিনেমার পরিচালক জসিমউদ্দিন জাকির ফেসবুকে সাইমন-বুবলীর গায়ে হলুদের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। ক্যাপশনে লিখেছেন, ‘মায়া : দ্য লাভ’ ডে-১৫।
বিষয়টি জানতে যোগাযোগ করা হলে নির্মাতা বলেন, ‘আমার ছবির নায়ক-নায়িকার গায়ে হলুদের অনুষ্ঠানের শুটিং করছি। আগামী ২৫ তারিখ বিয়ের শুটিং হবে। এছাড়া আরও কিছু চমক থাকবে ছবিতে। তা পরবর্তীতে আপনাদের বলব।’
নির্মাতা জসিমউদ্দিন জাকির ইঙ্গিত দেন, একই দৃশ্য তার সিনেমার আরেক নায়ক রোশনের সঙ্গেও হতে পারে। সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মায়া : দ্য লাভ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলী। আলিনুর আশিক ভুঁইয়ার প্রযোজনায় এতে আরও আছেন আনিসুর রহমান মিলনসহ অনেকেই।
নতুনসময়/আইকে