পেদ্রির গোলে বার্সার জয়

লা লিগায় পেদ্রির একমাত্র গোলে জিরোনার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এ জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো কাতালান ক্লাবটি।
খেলার ১৫ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা।
তবে উসমান ডেম্বেলের একটি শট ঠেকিয়ে দেন জিরোনার গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে বদলি নেমে ৬১ মিনিটে বার্সার করা গোলে ভূমিকা রাখেন জর্ডি আলবা।
ফাঁকায় বল পেয়ে জালে বল পাঠান তরুণ মিডফিল্ডার পেদ্রি।
এ জয়ে ১৮ ম্যাচে ১৫ জয় ও ২ ড্রয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।
আইকে