ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


জেল মুক্ত হতে মেসির আইনজীবীর শরণাপন্ন আলভেজ


২৬ জানুয়ারী ২০২৩ ১১:২১

নারীকে শ্লীলতাহানির অভিযোগে কারাগারে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ।

জেল থেকে মুক্ত হতে তার পরিবার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিখ্যাত আইনজীবী ক্রিস্টোবাল মার্তেলের দ্বারস্থ হয়েছেন।

ক্রিস্টোবাল মার্তেল একসময় লিওনেল মেসির মামলা সামলেছেন।

আলভেসের বিরুদ্ধে অভিযোগ, ৩০ ডিসেম্বর স্পেনের বার্সেলোনার একটি নৈশ ক্লাবে অনুমতি ছাড়াই এক নারীকে স্পর্শ করেছিলেন। সেই অভিযোগ আমলে নিয়ে সাবেক বার্সেলোনা তারকার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত চলছে স্পেনে।

গত শুক্রবার সকালে সাক্ষ্য দিতে আলভেস বার্সেলোনার থানায় যাওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে পুলিশ। শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেসকে এখন আদালতে তোলা হবে। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে ৪৩ শিরোপা জয়ের রেকর্ড তার।

গ্রেপ্তার হওয়ার পরপরই আলভেসের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানিয়েছে তার ক্লাব পুমাস।

আইকে