ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বায়ার্ন মিউনিখ-লাইপজিগ ম্যাচ ১-১ গোলে ড্র


২২ জানুয়ারী ২০২৩ ০১:৪৬

বিশ্বকাপের পর লম্বা বিরতি কাটিয়ে আবারও শুরু হয়েছে বুন্দেস লিগার খেলা।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে বায়ার্ন মিউনখ-আরবি লাইপজিগ ম্যাচ দিয়ে মাঠে গড়ায় বুন্দেস লিগা।

এ ম্যাচ ১-১ গোলে ড্র করেছে দুই দল।

অ্যাওয়ে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো বায়ার্ন মিউনিখ। ৩৭ মিনিটে লাইপজিগের জালে বল জড়িয়ে বায়ার্নকে লিড এনে দেন ফরোয়ার্ড চুপো মোটিং। দ্বিতীয়ার্ধে গিয়ে সমতায় ফেরে লাইপজিগ। ৫৭ মিনিটে মার্সেল হালস্টেনবার্গ বল জড়ান বায়ার্নের জালে।

পরে ম্যাচের বাকি সময় প্রতিপক্ষে গোলে বল জড়ানোর চেষ্টা করেছে দুই দলই। কিন্তু সাফল্য না আসায় ১-১ স্কোর লাইনে অমীমাংসিত থেকে শেষ হয় ম্যাচ।

আইকে