ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


বাবর কোহলির মধ্যে কে সেরা, যা বললেন আজহার উদ্দিন


২০ জানুয়ারী ২০২৩ ০৮:৪৫

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের ব্যাটিং নিয়ে এবার মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক আজহার উদ্দিন। বাবর আজমের পক্ষে সাফাই গাইলেন এই ক্রিকেটার।

ক্রিকেট পাকিস্তানে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি বাবরের পক্ষে ব্যাট ধরেছেন এই ক্রিকেট তারকা। তিনি বলেছেন, ম্যাচে সাধারণত ওপেনিংয়ে নামেন না বাবর। তাই এই পজিশনে ভালো খেলতে পারেননি তিনি। তবে মাঠে নামার পর কয়েক ওভার অল্প রান করে টিকে থাকতে পারলে ভালো করতে পারবেন।

এ সময় ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে বাবর আজমকে তুলনা করে তিনি জানিয়েছেন, বিরাট কোহলি অবশ্যই বাবরের চেয়ে ভালো খেলেন। কারণ তার অভিজ্ঞতা অনেক বেশি।

বাবর আজম পাকিস্তান ক্রিকেট দলের তিন ফরম্যাটেরই অধিনায়ক। তার অধিনায়কত্বকে অতিরিক্ত বোঝা হিসেবে আখ্যা দিয়ে আজহার উদ্দিন বলেন, এই দায়িত্বভারের চাপে শর্ট ফর্মে একটু চাপে আছেন বাবর আজম। তাই হয়তো ভালো খেলতে পারছেন না।

আইকে