ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


বান্ধবীকে নিয়ে রোনালদোকে থাকার অনুমতি দিলো সৌদি আরব


৯ জানুয়ারী ২০২৩ ০৭:১৪

সৌদির আইনে অবিবাহিত দম্পতির একসঙ্গে এক ছাদের নিচে থাকার কোনো নিয়ম না থাকা সত্বেও ক্রিস্টিয়ানো রোনালদোর বেলায় এই আইন নিয়ে চোখে কালো কাপড় বাঁধছে সরকার। আল নাসেরের সঙ্গে ঐতিহাসিক চুক্তি করা সিআরসেভেন তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে নিয়ে দেশটিতে থাকার অনুমতি পেয়েছেন।

সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন, অবিবাহিত দম্পতির একসঙ্গে বসবাস করা দেশটিতে নিষিদ্ধ হলেও স্থানীয় কর্তৃপক্ষ তাদের ব্যাপারে চোখে ‘কালো কাপড়’ বেঁধে রাখবে। তবে কোনও সমস্যা তৈরি হলে কিংবা অপরাধের ঘটনা ঘটলে আইনের প্রয়োগ করা হবে।

কদিন আগে রিয়াদে আল নাসেরের ভক্তদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান। তবে অভিষেক পিছিয়েছে নিষেধাজ্ঞার কারণে। ম্যানইউয়ে থাকতে এভারটনের এক ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচে নিষিদ্ধ আছেন তিনি।

ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে তার নতুন ক্লাবে অভিষেক হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।

আইকে