ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


প্রতিটি দেশে পেলের নামে স্টেডিয়াম চান ফিফা সভাপতি


৩ জানুয়ারী ২০২৩ ২২:৪৮

চির নিদ্রায় শায়িত হয়েছেন ফুটবল রাজা পেলে। তার বিদায়ে ব্যথিত গোটা বিশ্ব। এই কিংবদন্তিকে তাই বিশ্বের প্রতিটি কোণায় অমর করে রাখতে প্রতিটি দেশে পেলের নামে অন্তত একটি করে স্টেডিয়াম রাখার আহ্বান জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমরা বিশ্বের সব ফুটবল ফেডারেশনকে প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করতে বলেছি। ২১১টি দেশকে বলেছি, তাদের একটি স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। ভবিষ্যৎ প্রজন্মের জানতে হবে এবং মনে রাখতে হবে যে পেলে কে ছিলেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগা পেলে গত ২৯ ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। তার প্রিয় ক্লাব সান্তোসে চলছে শেষ শ্রদ্ধার অনুষ্ঠান। ফিফা সভাপতি থেকে শুরু করে ভক্ত, সমর্থকেরা ফুটবলের রাজাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। শেষ শ্রদ্ধার অনুষ্ঠানে এসে ইনফান্তিনো সারা বিশ্বকে আবেগঘন এক বার্তাই দিলেন। বিশ্বের প্রতিটি দেশের কাছে অনুরোধ করেন পেলের নামে স্টেডিয়ামের নামকরণের।

আইকে