ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


বর্ষসেরা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করলো আইসিসি


১ জানুয়ারী ২০২৩ ০২:২৬

মনোনয়ন পাওয়া বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে আইসিসি।

স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফির জন্য দুই ক্যাটাগরিতে চারজন করে ক্রিকেটারকে রাখা হয়েছে এ তালিকায়। খবর ইএসপিএনক্রিকইনফোর।

আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের তালিকায় আছেন ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকস। তার অধীনে ১০ টেস্টের ৯টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড।

এর পরের তালিকায় আছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজমও। এ বছর তিন সংস্করণ মিলিয়ে ২৫৯৮ রান করেছেন বাবর।

দলের গুরুত্বপূর্ণ সব জয়ে ভূমিকা রাখা নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন টিম সাউদিও আছেন সেরার তালিকায়।

এছাড়া বছর জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বর্ষসেরার দৌড়ে জায়গা পেয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা।

আর, নারী ক্রিকেটারদের তালিকায় ইংল্যান্ডের ন্যাট সিভার, ভারতের স্মৃতি মান্দানা, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও অস্ট্রেলিয়ার বেথ মুনি।

আইকে