ঢাকা রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন ডেভিড ওয়ার্নার


২৮ ডিসেম্বর ২০২২ ০৩:১৭

মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের ৩য় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। ইংলিশ ব্যাটার জো রুটের পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছে ডেভিড ওয়ার্নার।

মাইলফলকের পরেই ক্লান্ত হয়ে মাঠ ত্যাগ করেন ওয়ার্নার। এই অজি তারকার দুর্দান্ত ইনিংসেই পাহাড়সম রানের পথে অজিরা।

নিজের শততম ওয়ানডেতেও সেঞ্চুরির রেকর্ড আছে এই অজি ওপেনারের। ওয়ার্নার ছাড়া ওয়ানডে ও টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরির কীর্তি আছে শুধু গ্রিনিজেরই। এছাড়া অস্ট্রেলিয়ার অষ্টম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন ওয়ার্নার।

আইকে