অলরাউন্ডার সাকিবকে নিয়েই নামছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে ঢাকা টেস্টে সাকিব আল হাসানের বোলিং নিয়ে সংশয় ছিল। কাঁধে চোট থাকায় তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলানোর পরিকল্পনা ছিল টিম ম্যানেজমেন্টের। তবে ম্যাচ শুরুর আগের দিন জানা গেলো, সাকিবকে বোলিংয়েও পাওয়া যাবে। অলরাউন্ডার সাকিবকে নিয়েই মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ।
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে এ তথ্য জাানান বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
চট্টগ্রামে প্রথম টেস্টে বোলিং আক্রমণে ভুগেছিল বাংলাদেশ। খেলা চলাকালে সাকিব ছিটকে যান। মাত্র ১২ ওভার বোলিং করতে পেরেছিলেন বাঁহাতি স্পিনার।
প্রথম ইনিংসে শ্রেয়ার আইয়ারের উইকেট পাওয়ার পর পেসার ইবাদত হোসেনও ছিটকে পড়েন। এই টেস্টে ডানহাতি পেসার খেলছেন না। তার জায়গায় ফিরছেন তাসকিন আহমেদ।
এর আগে গতকাল দলের সঙ্গে অনুশীলনে ছিলেন সাকিব।
আইকে