ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন বেনজেমা


২০ ডিসেম্বর ২০২২ ০৯:০০

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন করিম বেনজেমা। কাতার বিশ্বকাপে শিরোপা হাতছাড়া করার পর দিন এই ঘোষণা দেন ফরাসি এই তারকা।

বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজেমা লিখেন, ‘আজকের এই অবস্থানে আসার পথে আমি চেষ্টা করেছি এবং তাতে ভুলও হয়েছে। সবকিছুর জন্য আমি গর্বিত।

তিনি আরও লিখেন, ‘আমি আমার গল্পটা লিখেছি এবং ফ্রান্সের হয়ে এখানেই এর ইতি।’

কাতার বিশ্বকাপের আগে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবারের ব্যালন ডি অর জয়ী এ রিয়াল মাদ্রিদ তারকা।

ফ্রান্সের হয়ে ৯৭ ম্যাচ খেলে ৩৭ গোল করে দেশের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ স্কোরারর হন বেনজেমা।

আইকে