ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


মেসিকে নেইমারের অভিনন্দন


২০ ডিসেম্বর ২০২২ ০২:৩৭

বিশ্বকাপের সোনালী এই ট্রফি হাতে নেওয়া নিজের ঘনিষ্ঠ বন্ধু মেসিকে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলের সুপারস্টার নেইমার।

নিজের ফেসবুক পেজে ব্রাজিল ফরোয়ার্ড লেখেন, ‘অভিনন্দন ভাই। ’

রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ফাইনালে হারায় আর্জেন্টিনা। যেখানে জোড়া গোল করেন মেসি। টুর্নামেন্ট জুড়ে তার কাঁধে ভর করেই হেঁটেছে আর্জেন্টিনা। আসরে ৭ গোলে করে টুর্নামেন্ট সেরার খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতে উঠেছে।

অন্যদিকে নেইমারের ব্রাজিল ছিটকে যায় কোয়ার্টার ফাইনালেই। ক্রোয়েশিয়ার কাছে ১(৪)-১(২) ব্যবধানে হেরে হেক্সা জয়ের স্বপ্নটা এবারও পূরণ করতে পারেনি সেলেসাওরা।

আইকে