ভারতের কাছে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

চট্টগ্রামে টেস্টের প্রথম ইনিংসে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসের শুরুতেই ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিক বাংলাদেশ। ভারতের বিপক্ষে ওপেনিং জুটিতে আসে রেকর্ড রান। কিন্তু সে সাফল্য তেমন একটা কাজে আসেনি। ম্যাচের পঞ্চম দিনে এসে ১৮৮ রানে হারে টাইগাররা। এই জয়ে ভারত দুই ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেলো।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ম্যাচের প্রথম ইনিংসে ৪০৪ রান করেছিল ভারত। জবাবে বাংলাদেশ সংগ্রহ করেছিল প্রথম ইনিংসে মোটে ১৫০ রান। ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাট করে টিম ইন্ডিয়া। ওই লোকেশ রাহুলের দল সংগ্রহ করে ২৫৮ রান। এতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫১৩।
ম্যাচের পঞ্চম বা শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ২৪১ রান, হাতে ৪ উইকেট।
জয় বা ড্র দুটোরই সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু দিনের শুরুতেই মিরাজের উইকেট হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আউট হন এই অলরাউন্ডার। কিছুক্ষণ লড়াই করে ফেরেন সাকিবও।
ইনিংসের ১১১তম ওভারে এসে সাকিব ফিরেছেন বোল্ড আউট হয়ে। কুলদীপ যাদবের বলে আউট হওয়ার আগে টাইগার এই অধিনায়ক করেন ৮৪ রান। সাকিব-মিরাজের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩২৪ রানে থামে টাইগারদের ইনিংস।
এদিন ১১.২ ওভারে স্বাগতিকেরা তুলেছে ৫৮ রান, তবে পঞ্চম দিন ৪৮ মিনিটেই শেষ ৪ উইকেট হারিয়ে প্রথম টেস্টে বাংলাদেশ হারল ১৮৮ রানে। আগামী ২২ ডিসেম্বর শুরু মিরপুর টেস্ট।