ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


আমরা জানি প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে হয় : স্কালোনি


১৮ ডিসেম্বর ২০২২ ০৯:২০

আট বছর পর আবারও শিরোপার লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। এবার শিরোপা উঁচিয়ে ধরতে প্রস্তুত লিওনেল মেসিরা। মেসিদের কোচ লিওনেল স্কালোনিও আশা করছেন এবার বিশ্বকাপ জয়ের।

কাতার বিশ্বকাপের ফাইনালে আগামীকাল রবিবার বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা।

ফাইনালে ফ্রান্সকে ধরাশায়ী করতে পরিষ্কার ছক কষে রেখেছেন কোচ স্কালোনি। এবার শুধু মাঠে সেটি প্রয়োগ করার পালা।
ফাইনাল পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত এই মুহূর্তগুলো আমাদের উপভোগ করতে হবে। এ সব কিছুই ইতিহাস হয়ে থাকবে। আশা করি বিশ্বকাপ জিততে পারব, এটা অসাধারণ হবে। আমরা জানি কীভাবে তাদের আক্রমণ করতে হয়, এনিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে আমাদের। আমরা জানি, প্রতিপক্ষকে কোথায় আঘাত করতে পারব।’

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আর্জেন্টিনা কোচ বলেন, ‘কাজটা ব্যক্তিগতর চেয়েও বেশি দলগত। যদিও এমবাপ্পে একজন ভালো খেলোয়াড়। ফ্রান্সের অন্য খেলোয়াড় আছে যারা তাকে আরো ভালো বানিয়ে তোলে। সে এখনও তরুণ এবং উন্নতির ধারাবাহিকতা বজায় রাখবে, এতে কোনো সন্দেহ নেই। ’

তিনি আরও বলেন, ‘কালকের ম্যাচটা আর্জেন্টিনা-ফ্রান্সের, যা মেসি ও এমবাপ্পে দ্বৈরথের চেয়েও বড়। আমাদের দুই দলেরই প্রয়োজনীয় অস্ত্র আছে। তাই শুধু তারা দুজন নয়, বাকি খেলোয়াড়রাও ম্যাচে নির্ণায়কের ভূমিকা রাখতে পারে।’

স্কালোনি বলেন, ‘ফুটবল হলো একটি খেলা, তবে আর্জেন্টিনায় এটি খেলার চেয়েও বেশি কিছু। বিশ্বকাপের সময় মানুষের খুশি থাকার ব্যাপারটি চমৎকার লাগে আমার। আমরা মানুষ এবং এসব বিষয় আমাদের রোমাঞ্চিত করে।’

আইকে