ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ফাইনালে কে জিতবে জানাল রোবট কাশেফ


১৭ ডিসেম্বর ২০২২ ০১:৪৬

কাতার বিশ্বকাপের ফাইনালে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্সের মুখোমুখি হবে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসিরা।

বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

তবে ফাইনালে কারা হচ্ছে চ্যাম্পিয়ন, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ।

রোবট সফটওয়্যার কাশেফ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ফ্রান্সকে এগিয়ে রাখছে। রোবট সফটওয়্যার কাশেফ বলছে, ফাইনালে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৫১ শতাংশ আর আর্জেন্টিনার ৪৯ শতাংশ।

কাশেফ মূলত বিভিন্ন দলের খেলার ধরন, দক্ষতা, অভিজ্ঞতা, খেলার জয়-পরাজয় পর্যালোচনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করে থাকে।

বিশ্বকাপের চলতি আসরে ৬২ ম্যাচের মধ্যে কাশেফের প্রায় ৬৮ শতাংশ ভবিষ্যদ্বাণী মিলেছে।

আইকে