ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সবার শেষটা নিজের মতো করে হোক: রোনালদো


১২ ডিসেম্বর ২০২২ ১১:৩০

ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের মঞ্চে কোন ধারাভাষ্যকারের মুখে এই নাম আর শোনা যাবে না। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে হেরে পর্তুগালের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়, সঙ্গে স্বপ্নের ইতি ঘটে রোনালদোরও।

কাঁদতে কাঁদতে ছেড়ছেন মাঠ। পর্তুগীজ জার্সি পরে যে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন ১৮টি বছর। দেশকে জিতিয়েছেন ইউরো, ভেসেছেন ব্যক্তিগত সাফল্যের সর্বোচ্চ চুড়ায়। আক্ষেপ ছিল একটি বিশ্বকাপের। সেখানে হতাশ হয়েছেন পাঁচ-পাঁচটি বার।

গতকাল বিশ্বকাপ থেকে বিদায়ের পর মুখ খুলেছেন রোনালদো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন পোস্ট। সবার শেষ-টা যেন নিজের মতো হয় এমন প্রত্যাশা করেছেন সিআরসেভেন।

রোনালদো বলেন, ‘পর্তুগালের হয়ে বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় ও উচ্চাভিলাষী স্বপ্ন। আন্তর্জাতিক পর্যায়ে আমি অনেক শিরোপা জয় করেছি, পর্তুগালের হয়েও। কিন্তু বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নিজের দেশের নাম লেখানো আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। আমি এর জন্য লড়াই করেছি। আমি এই স্বপ্নের জন্য কঠিন লড়াই চালিয়ে গেছি।’

সমর্থকদের প্রতি প্রকাশ করেছেন কৃতজ্ঞতা। ‘১৬ বছরের বেশি সময় ধরে আমি ৫ বিশ্বকাপে মাঠে নেমে গোল করেছি। অনেক গ্রেটদের পাশে খেলেছি এবং অগণিত পর্তুগিজের সমর্থন পেয়েছি। আমি আমার সর্বস্ব দিয়েছি। আমি সবটুকু মাঠে দিয়ে এসেছি। লড়াই শেষে আমি আর ফিরে তাকাই না এবং স্বপ্ন পূরণে আমি হাল ছাড়ি না। ’

বিশ্বকাপের শুরুতে হারাতে হয়েছে ক্লাব। ক্লাবের মতো বিশ্বকাপের মঞ্চেও রোনালদোকে বসে থাকতে হয়েছে বেঞ্চে। সেই নিয়েও হয়েছে অনেক বিতর্ক। রোনালদো জানিয়েছেন তার দেশের প্রতি নিবেদনের কথা।

রোনালদো লেখেন, ‘দুঃখের বিষয় গতকাল সেই স্বপ্নের পরিসমাপ্তি ঘটেছে। আমি শুধু এটুকুই বলবো, অনেক কথা হয়েছে, অনেক লেখা হয়েছে, অনেক গুঞ্জন ছড়ানো হয়েছে; কিন্তু পর্তুগালের প্রতি আমার নিবেদনে এতটুকুও পরিবর্তন আসেনি। আমি সবসময় সবার উদ্দেশ্যের জন্য লড়াই করেছি এবং আমি কখনোই আমার সতীর্থ এবং দেশ থেকে মুখ ফিরিয়ে নেবো না। এই মুহূর্তে আর তেমন কিছু বলার নেই। পর্তুগালকে অনেক ধন্যবাদ। কাতারকেও ধন্যবাদ। স্বপ্নটা যতক্ষণ ছিল ভালোই ছিল। এখন আশা করি, সবার শেষটা নিজের মতো করে হোক। ’

আইকে