‘আমি তোমাদের মাথায় তুলে অভিনন্দন জানাচ্ছি’

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশি প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানিয়ে লিখেছেন- ‘অনূর্ধ্ব-১৯ ২০২০ ক্রিকেট বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যের জন্য আমি বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক বিজয়। একজন বাংলাদেশি হিসেবে আমি এজন্য গর্ব অনুভব করছি এবং প্রত্যাশা করছি যে, আমাদের তরুণ ক্রিকেটাররা আগামী দিনগুলোতে ক্রমাগতভাবে আরো বহু গৌরব আমাদের জন্য বয়ে নিয়ে আসবে। আমি তোমাদেরকে মাথায় তুলে অভিনন্দন জানাচ্ছি ।
সাবাস বাংলাদেশ!!
নতুনসময়/আইকে