ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ৩১শে বৈশাখ ১৪৩১


ইন্দোনেশিয়া যাচ্ছে পুরুষ ও নারী রাগবি দল


৭ আগস্ট ২০১৯ ২১:২৬

বাংলাদেশ রাগবি জাতীয় দল এশিয়া রাগবি সেভেনন্স ট্রফিতে অংশ নিতে ইন্দোনেশিয়ার জাকার্তায় যাচ্ছে আগামী ৯ আগস্ট রাতে।

জিবিকে সেনাইয়ান রাগবি পিচে খেলা হবে ১০ ও ১১ই আগস্ট। সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড মহিলা দলের যাবতীয় খরচ বহন করছে এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড পুরুষ দলের জার্সি স্পন্সর করছে। পুরুষ দলের খেলোয়াড়রা হলেন : পরিতোষ চাকমা, নাদিম মাহমুদ (অধিনায়ক), আনোয়ারুজ্জামান, মাহবুব রহমান দিনার, শহিদউজ্জামান, ওবায়দুর রহমান, আক্তারউজ্জামান, জহির ইসলাম, সবুজ আলী বিশ্বাস, সোহেল রানা, তানিউর হোসেন, নাজমুস সাকিব। কোচ : আব্দুল কাদের সুমন, ম্যানেজার : মোনাব্বীর মামুন।

মহিলা দলের খেলোয়াড়রা হলেন : আলিসা ইসলাম (অধিনায়ক), নিশা আক্তার (সহ-অধিনায়ক), বেলী আক্তার, রুপিয়া আক্তার, রুবিনা আক্তার, রুনা আক্তার, রুমি আক্তার, রেখা আক্তার, মোহছিনা আক্তার লতা, কবিতা রায়। কোচ : এসআইএম ফেরদৌউস আলম, ম্যানেজার : আব্দুলাহ আল জাহির স্বপন।

এ উপলেক্ষে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তানভির রহমান (হেড অব কর্পোরেট এ্যাফেয়ার এবং সিএস আর ডিভিশন সাউথ ইস্ট ব্যাংক), বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল জাহির স্বপন, সাধারন সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ প্রমুখ।