ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


হজ করতে মাকে নিয়ে রাতেই ঢাকা ছাড়ছেন সাকিব


৩ আগস্ট ২০১৯ ০৩:৩১

দ্বিতীয়বারের মতো পবিত্র হজব্রত পালনে আজ (শুক্রবার) রাতেই ঢাকা ছাড়বেন সাকিব আল হাসান। সঙ্গে নিয়ে যাবেন নিজের মাকে।

এ তথ্য নিশ্চিত করে সাকিবের ঘনিষ্ঠ মহল জানায়, আজ রাত ১১টার ফ্লাইটে মাকে নিয়ে হজের উদ্দেশে রওনা হবে সাকিব। এসময় তাকে বিদায় জানাতে পরিবারের লোকজনের উপস্থিত থাকার কথা রয়েছে।

সাকিব গত বছর হজে গিয়েছিলেন সৌদি রাজ পরিবারের বিশেষ অতিথি হয়ে ‘ভিআইপি’ হিসেবে। সে কারণেই অন্য দশজনের মতো অত দীর্ঘ সময়ের প্যাকেজ নয়, হাতেগোনা ৭-৮ দিনের জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভিআইপির মতোই হজ পালন করেছিলেন সাকিব।

একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এবার সাকিব তার নিজের মতোই হজে যাবেন। সঙ্গে নিয়ে যাচ্ছেন মমতাময়ী মাকে। সূত্র আরো জানিয়েছে, সাকিব মাকে নিয়ে হজে যাবেন বলেই স্ত্রী উম্মে আহমেদ শিশির ও মেয়ে আলাইনা হাসান অব্রিকে যুক্তরাষ্ট্রে রেখে একা দেশে ফিরেছেন।