ভারতীয় শিবিরে পঞ্চম আঘাত সাকিবের

হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন। এমন সমীকরণ নিয়ে টসে হেরে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকেই রোহিত শর্মার ক্যাচ মিস করে বাংলাদেশকে বিপদে ফেলে দেন তামিম ইকবাল। সেখান থেকে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সৌম্য, রুবেল ও মুস্তাফিজ। ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন সৌম্য সরকার। দ্বিতীয় আঘাত হানেন রুবেল হোসেন। তৃতীয় আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ পর পর দুটি উইকেট নিয়ে ভারতকে চাপে ফেলেন। মুস্তাফিজের জোড়া আঘাতের পর পঞ্চম আঘাত করেন সাকিব আল হাসান। ভারতের সংগ্রহ ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান।