ভারতীয় শিবিরে সৌম্যের প্রথম আঘাত

হারলেই শেষ বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন। এমন সমীকরণ নিয়ে টসে হেরে ভারতের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুর দিকেই রোহিত শর্মার ক্যাচ মিস করে বাংলাদেশকে বিপদে ফেলে দেন তামিম ইকবাল। দলের মূল বোলাররা যেখানে ভারতীয় ব্যাটসম্যানদের চাপে রাখতে ব্যর্থ সেখানে পার্টটাইম বোলার সৌম্য সরকার বেশ সফল আজকের ম্যাচে। এ ম্যাচে ভারতীয় শিবিরে প্রথম আঘাত হানেন সৌম্য সরকার। সৌম্য ৩ ওভার বল করে ১১ রান দিয়ে রোহিত শর্মার উইকেট নিয়েছেন। ভারতের সংগ্রহ ৩১.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১৮১ রান।