রংপুর জেলার উদ্যোগে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামী যুবলীগ আয়োজিত দিনব্যাপী কর্মসূচী গতকাল বুধবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উদ্বোধন হয়। পরে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
দুপুর সাড়ে ১২ টায় বেতপট্রিস্থ দলীয় কার্যালয় থেকে ঘোড়ার গাড়িতে করে বাদ্য যন্ত্রের তালে তালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর চত্বরে গিয়ে শেষ হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যুরালে ফুলের শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। শ্রদ্ধাঞ্জলী শেষে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক লক্ষিন চন্দ্র দাসের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুজ্জামান শাহীন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য ডিজেল আহমেদ, রংপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুমন সরকার, যুবলীগ নেতা সৈকত হোসেন সৈকতসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন করা হয়।