তিতাসে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কর্যালয় থেকে র্যালীটি বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ করে, তিতাস উপজেলা পরিষদ মাঠে পৌছলে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।
কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু ও উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. সাইফুল আলম মুরাদের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন।
পরে উপজেলা পরিষদ মাঠে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে
পুষ্পার্ঘ্য অর্পণ করেন যুবলীগের নেতৃবৃন্দরা।
র্যালী শেষে অস্থায়ী কার্যালয়ে এসে কেক কেটে দিবসটি উদযাপন করেন যুবলীগের নেতৃবৃন্দ।