ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে বিএনপি: তথ্যমন্ত্রী


২৫ সেপ্টেম্বর ২০২০ ২১:০৭

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দেশ-বিদেশে ষড়যন্ত্র করছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে, চট্টগ্রাম সার্কিট হাউজে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি আয়োজিত দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের মৃত্যুবার্ষিকীর সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিএনপির রাজনীতি ষড়যন্ত্রের উপর প্রতিষ্ঠিত। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সাথে তাদের সম্পর্কও বহু পুরনো। করোনাভাইরাসের সময় মানুষ যখন ভবিষ্যত নিয়ে শংকিত, বিএনপি তখন দেশ বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। নির্বাচনকে ঘিরে নয় বরং দেশকে অস্থিতিশীল করতে মধ্যপ্রাচ্যে বিএনপির এই ষড়যন্ত্র বলেও জানান মন্ত্রী।

এর আগে, মন্ত্রী সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।