ঢাকা শুক্রবার, ৩রা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


উত্তরায় জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


১৮ আগস্ট ২০২০ ০৭:১৪

ছবি-নতুনসময়

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উত্তরা ১১নং সেক্টর কল্যাণ সমিতির মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে তিন হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ শরীফুর রহমানের সভাপতিত্বে ও এফবিসিসিআই এর সহ-সভাপতি ও বিজিএমই এর সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানের সার্বিক সহযোগিতায় উক্ত দোয়া মাহফিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিব হাসান, সাবেক সংসদ সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি নাজমা আক্তার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক এম এম রাজু আহমেদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য রবিউল ইসলাম রবি, মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ মোহাম্মদ ওয়াসেক,ঢাকা জেলা পরিষদের সদস্য শামসুদ্দিন লাভলু , মহানগর উত্তর যুব লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম খান, পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক সাহিদ আহমেদ সিদ্দিকী কাক্কা, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউল হক মতি, বিমানবন্দর থানা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী মন্ডল, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকা , যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন লাভলু ,যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ খান , যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মাসুদ, কৃষি বিষয়ক সম্পাদক বকুল, পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমা আজাদ ,১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম , সাধারণ সম্পাদক ফারুক হোসেন আকাশ, ৫১ নং ওয়ার্ড যুবলীগ নেতা সাব্বির আহমেদ , প্রদীপ কুমার গুহ, মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি মোশারফ সরকার ,ছাত্রলীগের সংগ্রামী সভাপতি শাকিল উজ জামান বিপুল , পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আল আমিন প্রধান, খিলক্ষেত থানা ছাত্রলীগের সভাপতি সাইফ ভূঁইয়া , পশ্চিম থানার যুব মহিলা লীগের সভাপতি শিল্পী আক্তার, ৫১নং ওয়ার্ড আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি আবেদা আক্তার, সাধারণ সম্পাদক মনীষা চৌধুরী তমা, ৪৪ নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শফিকুল ইসলাম শফিক, ৪৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ,৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজ, সংরক্ষিত আসন ৪৯, ৫০ ও ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর জাকিয়া সুলতানা।

উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন, সাবেক জেলা জজ ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী রোকিয়া বেগম।

উওরা ১১ নং সেক্টর কল্যান সমিতি ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবিএম আতিকুর রহমান মুরাদ।
উত্তরা ১২ নং সেক্টর সোসাইটির সভাপতি এ কে এম নাসির উল্লাহ, ১৪ নং সেক্টর সোসাইটির সভাপতি মোঃ শাহ আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিদুর রহমান।

উওরা ১১ নং সেক্টর বাইতুন নুর জামে মসজিদ এর সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মুন্সির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিন্টু সাহা, গোলাম মাকসুদ বাবু, জসিম রেজা, গোলাম মঞ্জুর পাবলু ও প্রমুখ।