ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক পার্টির স্মরণসভা


২৭ জুলাই ২০২০ ০০:৫১

ছবি সংগৃহীত

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি। রবিবার বাদ আছর জাপার কাকরাইল কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা এমপি ।

সভায় স্বেচ্ছাসেবক পার্টির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আজিজুল হুদা সুমন চৌধুরীর সভাপতিত্বে ইদি আমিন আপোলোর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন, জোষ্ঠ মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, জাপার সম্পাদকমন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুম, সুলতান মাহমুদ, ইসহাক ভুইয়া, স্বেচ্ছাসেবক পার্টির ফারুক আহমেদ, গোলাম মোস্তাফা, নুরুজ্জামান প্রমুখ। সভায় প্রয়াত এরশাদের স্মৃতিচারণ করে লিয়াকত হোসেন খোকা বলেন, পল্লীবন্ধু এরশাদ আমাদের মাঝে না থাকলেও তার হাতে গড়া নতুন বাংলা ও উন্নয়নের ছোঁয়া অনন্তকাল বাংলার ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। হুসেইন মুহম্মদ এরশাদ এদেশে স্বচ্ছ রাজনীতির জন্ম দিয়েছেন। উনি রাষ্ট্রপ্রধান ছাড়াও সফল একজন রাজনীতিক ছিলেন। জেলে থেকে দুইবার পাঁচটি আসনে নির্বাচিত হয়ে অনান্য রেকর্ড সৃষ্টি করেছিলেন তিনি। স্মরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।