সাহারা খাতুনের মৃত্যুতে খসরু চৌধুরীর শোক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি আর নেই। তার মৃত্যুতে কে সি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রয়াত সাহারা খাতুনের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন ইন্তেকাল করেন।
আলহাজ্ব মোঃ খসরু চৌধুরী বলেন, সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক। তার মৃত্যুতে জাতি একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদকে হারালো। বিশিষ্ট রাজনীতিবিদ সাহারা খাতুন পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।