ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


সুইস ব্যাংকে কালো টাকা পাঠাতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত: রিজভী


২৮ জুন ২০২০ ০২:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকা পাঠানোর লক্ষ্যে সরকার বছরে কয়েকবার বিদ্যুৎ-জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অনেকের এবার ভুতুড়ে বিদ্যুতের বিল এসেছে, কিন্তু সরকারের সেদিকে নজর নেই। তারা নির্লজ্জভাবে গায়ের জোরে আবার বছরের কয়েকবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করছে। জনগণের শরীরে সিরিঞ্জ দিয়ে রক্ত টান দিচ্ছে বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়িয়ে।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন (সংশোধন) বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করে ফিউচার অব বাংলাদেশ।

সরকার বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়িয়ে টাকা আদায় করছে অভিযোগ করে রিজভী বলেন, তাদের (সরকার) টাকা দরকার। এই টাকা বিদেশে যাচ্ছে। কয়েক শ কোটি টাকা সুইস ব্যাংকের জমা আছে। এই টাকা মন্ত্রীদের, এই টাকা আমলাদের, এই টাকা ক্ষমতাসীন দলের লোকদের।

তিনি বলেন, এক যুগ ধরে জনগণের এই টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংক ফুলেফেঁপে একেবারে বিশাল মহিরুহে পরিণত করেছে তারা। এখন আরও টাকা দরকার, সুইস ব্যাংকে আরও কালো টাকা পাঠাতে হবে। তাই বছরে কয়েকবার বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম তারা বৃদ্ধি করছে।

ঢাকার কয়েকটি হাসপাতাল ছাড়া করোনাভাইরাসের চিকিৎসা ব্যবস্থা নেই জানিয়ে রিজভী বলেন, হাসপাতালে গিয়ে করোনা রোগী কোনো চিকিৎসা পাচ্ছে না। কারণ, জনগণকে সুবিধা দেওয়া, জনগণের কষ্ট লাঘব করার কোনো কাজ তারা করেনি। বাংলাদেশের স্বাস্থ্য খাত ভেঙে গেছে, একেবারে ভঙ্গুর।

বর্তমান পার্লামেন্টকে জো হুকুমের পার্লামেন্ট উল্লেখ করে রিজভী বলেন, সরকার মনে করে, আমি যেটা বলব, সেটাই আইন। বেশি কথা বলো না, বেশি কথা বললে আমি একেবারে লালঘরে পাঠিয়ে দেব। বিরোধী দল ও বিরোধী মতের জন্য একেবারে পারমানেন্ট করে রেখেছে লাল ঘর, ইটের লাল দেয়ালের মধ্যে বন্দি করে রাখা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নবী উল্লাহ নবী, ফিউচার অব বাংলাদেশের শওকত আজিজ, সাজ্জাদুল হানিফ প্রমুখ।