ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


করোনা নিয়ে সরকার কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত: কাদের


২৬ এপ্রিল ২০২০ ১৯:২৩

করোনাভাইরাস নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিলো মির্জা ফখরুলের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আজ রবিবার সকালে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তাঁর শক্তির উৎস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে যারা সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুঁশিয়ার করেন তিনি।