ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


ত্রাণের বিক্ষোভের পেছনে ইন্ধন ছিল: তথ্যমন্ত্রী


১৭ এপ্রিল ২০২০ ২৩:৩০

গত কয়েক দিনে দেশের বিভিন্ন জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভ হয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু আজকেই গণমাধ্যমে খবর হয়েছে এই বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল। বললেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, রাজনৈতিক ইন্ধন দিয়ে লোক ভাড়া করে এনে বিভিন্ন জায়গায় অরগানাইজ করে এ ধরনের বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সরকার দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার জন্য বদ্ধপরিকর।

তিনি বলেন, ত্রাণের পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় যে দুর্নীতির খবর আসছে, বাংলাদেশে ৭০ হাজারের বেশি স্থানীয় সরকারের প্রতিনিধি আছে, সেখানে কিছু লোক এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তবে একটি ঘটনাও আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী কঠোর হস্তে এসব দমন করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন।

হাছান মাহমুদ বলেন, আমি অনুরোধ করবো অহেতুক সরকারের সমালোচনা না করে, সরকারকে পরামর্শ দেন। সরকারের বিরুদ্ধে কথা বলার সময় এটি নয়।