ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কখন মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া


২৫ মার্চ ২০২০ ০০:২২

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির কাগজপত্রের সকল কাজ শেষ করা গেলে আজ মঙ্গলবারই (২৪ মার্চ) মুক্তি পেতে পারেন তিনি। আর কাগজপত্র কাজ আজকের মধ্যে শেষ না করা গেলে আগামীকাল বুধবার (২৫ মার্চ) মুক্তি পেতে পারেন বেগম খালেদা জিয়া। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সচিবালয়ে এ কথা জানিয়েছেন তিনি।

এর আগে, বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রেখে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত সুপারিশ করে আইন মন্ত্রণালয় থেকে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন ফাইল যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
মঙ্গলবার (২৪ মার্চ) আইনমন্ত্রী আনিসুল হক তার বাসায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এ সময়ের মধ্যে খালেদা জিয়া নিজ বাসায় থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশে যেতে পারবেন না। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।