কর্নেল অলিকে জন্মদিনের শুভেচ্ছা জানালের মোদি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।
শুক্রবার (১৩ মার্চ) এক মেইলবার্তায় অলি আহমদকে শুভেচ্ছা জানান মোদি।
অলি আহমদের প্রেস সেক্রেটারি সালাউদ্দিন রাজ্জাক মোদির শুভেচ্ছা জানানোর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্যাডে পাঠানো এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতেও আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক।’
শুক্রবার ছিল কর্নেল (অব.) অলি আহমদের ৮২ তম জন্মদিন।
বিআর