ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গণফোরামের ৪ নেতাকে বহিষ্কার


২ মার্চ ২০২০ ২১:৩০

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার ও সাংগঠনিক সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২ মার্চ) দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী হামিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান সিদ্দিকুর রহমান এবং প্রবাসী কল্যাণ সম্পাদক আব্দুল হাছিব চৌধুরী।

এতে বলা হয়, ওই চার নেতার বিরুদ্ধে ক্রমাগতভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও জবাব না দিয়ে সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও উচ্চশৃঙ্খল আচার-আচরণ অব্যাহত রাখেন।

নতুনসময়/আনু