বাগমারায় আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন

রাজশাহী জেলার বাগমারা থানার ৫নং আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাঘমারায় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সরদার জানমোহাম্মদ, সভাপতি, ৫নং আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, বাগমারা, রাজশাহী, গোলাম সারোয়ার আবুলের (সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত, বাগমারা উপজেলা আওয়ামী লীগ) পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক এম.পি. সভাপতি, বাগমারা উপজেলা আওয়ামী লীগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মেরাজ উদ্দিন মোল্লা, সাবেক এম.পি. সভাপতি, রাজশাহী জেলা আওয়ামী লীগ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল ওয়াদুদ দারা, সাবেক এম.পি. সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোঃ আয়েন উদ্দিন এম.পি. যুগ্ম-সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ। লায়েব উদ্দিন লাভলু, যুগ্ম-সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা আওয়ামী লীগ ও চেয়ারম্যান, বাঘা উপজেলা পরিষদ। শ্রী অনিল কুমার সরকার, চেয়ারম্যান বাগমারা উপজেলা পরিষদ, বাগমারা, রাজশাহী। আলহাজ্ব মোঃ আহসান হাবিব সহ-সভাপতি, বাগমারা উপজেলা আওয়ামী লীগ। মোঃ মকবুল হোসেন, শ্রম-বিষয়ক সম্পাদক, বাগমারা উপজেলা আওয়ামী লীগ।