ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঢাকাবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন ফখরুল


৩১ জানুয়ারী ২০২০ ০৪:৩৬

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অর্জিত ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঢাকাবাসীকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আসুন আমরা সব অন্যায়, অবিচার, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টিকারীদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ গড়ে তুলি এবং ১ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে আমাদের মতামত প্রদান করি। নিরাপদ ও বাসযোগ্য ঢাকা মহানগরী গড়ে তুলি। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করি।’

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়া পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।

এসময় বিএনপির মহাসচিব বলেন, ‘ঢাকাবাসীর কাছে আমাদের উদাত্ত আহ্বান-আপনারা আপনাদের সংবিধানসম্মত অধিকার রক্ষার জন্য, যা আপনারা ১৯৭১ সালে একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জন করেছেন তাকে রক্ষার জন্য ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদান করুন, আপনাদের নিজস্ব অধিকারকে নিশ্চিত করুন। এটা আমাদের সবার দায়িত্ব।’

ফখরুল বলেন, ‘এই নির্বাচনে জনগণের প্রত্যাশা ছিল- যেহেতু এটা স্থানীয় সরকার নির্বাচন, সেহেতু অনির্বাচিত দখলদার সরকার এবং অযোগ্য নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করবে। আমরা একটি গণতান্ত্রিক দল হিসেবে এই নির্বাচনে অংশ নিয়ে আন্তরিকতার সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছি। কিন্তু নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং উদাসীনতায় ও সরকারের নির্দেশে কাজ করার কারণে এই নির্বাচনও দলীয়করণ করা হয়েছে-যা ইতোমধ্যে স্পষ্ট হয়েছে। হাজারও নির্বাচন বিধি লঙ্ঘনের বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি নির্বাচন কমিশন।’

নির্বাচন কমিশন নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, ‘এই নির্বাচনি প্রচারণায় বিএনপির প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। হাজারও মানুষ দখলদার সরকারের বিরুদ্ধে তাদের রায় প্রদান করার জন্য যখন বেরিয়ে আসতে শুরু করেছে, তখনই নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী দিয়ে মিথ্যা মামলা, গ্রেফতার করে জনগণের ভোটের অধিকার হরণ করার ষড়যন্ত্র শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের কোনও জনসমর্থন নেই। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হত্যা, শিশুসহ সব বয়সের নারী ধর্ষণ, অসহনীয় ট্রাফিক ব্যবস্থা, সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, মেগা প্রজেক্টের নামে মেগা লুট, জনজীবনকে দুঃসহ করে তুলেছে। গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে রাজনীতি থেকে দুরে রেখে একতরফাভাবে একদলীয় শাসন ব্যবস্থা চাপিয়ে দেয়ার চক্রান্ত করছে।’

ইভিএম প্রসঙ্গে ফখরুল বলেন, ‘ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণের বিষয়ে সব মহল আপত্তি জানিয়েছেন। আমরাও এর তীব্র বিরোধিতা করেছি এবং এখনও করছি। তারপরও নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে অটল এই কারণে যে, ভোট নিয়ন্ত্রণের এটা নির্ভরযোগ্য ব্যবস্থা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, ধানের শীষের প্রার্থীদের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাকে রোধ করার শক্তি এই দখলদার সরকার ও নির্বাচন কমিশনের নেই।’

তিনি কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বলেন, ‘গণবিরোধী কার্যকলাপ থেকে বেরিয়ে এসে সংবিধানে প্রদত্ত দায়িত্ব পালন করুন। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন এবং ভোটারা যেন নির্ভয়ে সুষ্ঠু পরিবেশে তাদের মতামত প্রদান করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করুন। অন্যথায় বাংলাদেশের জনগণ কোনদিনও আপনাদের ক্ষমা করবে না। সংবিধান লঙ্ঘন এবং জনগণের অধিকার হরণের অভিযোগে আপনাদের জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

নতুনসময়/আইকে