ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের পাঁয়তারা করছেঃ তাপস


৩১ জানুয়ারী ২০২০ ০৪:৩৩

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ১৭০টি কেন্দ্র দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ দুপুরে রাজধানীর গোপীবাগ এলাকায় প্রচারণা শুরুর আগে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, নির্বাচনে বিএনপি ১৭০ কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। এক্ষেত্রে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক পদক্ষেপ কামনা করছি।

তিনি বলেন, ঢাকার বাইরে থেকে তারা (বিএনপি) সন্ত্রাসীদেরকে নিয়ে আসছে। তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাপস বলেন, আজ প্রচারণার শেষ দিন। আমি আশা করি, ঢাকাবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। পরে তাপস নেতাকর্মীদের নিয়ে গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে প্রচারণা শুরু করেন।

নতুনসময়/আইকে