ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


গাজীপুরে ছাত্রলীগের মিলন মেলা


১৯ জানুয়ারী ২০২০ ২১:২১

ছবি সংগৃহীত

গাজীপুরে ছাত্রলীগের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক ও বর্তমানদের উদ্যোগে (১৮’ জানুয়ারি) শনিবার ভাওয়াল জাতীয় উদ্যানের রজনীগন্ধা কটেজে বসেছিল এ মিলনমেলা । এতে সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক এ জি এস ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি লিয়াকত আলী সরকার। মিলনমেলা’র আহবায়ক সোলাইমান খান, যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন ও যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর (৩) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীগের সাধারন সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শ্রীপুর পৌর মেয়র আনিছুর রহমান আনিছ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন রিয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা সরকার, ভাওয়ালগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, আওয়ামীলীগ নেতা লিটন মিয়া , উপজেলা যুবলীগের সভাপতি আমির হোসেন আমু, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগ নেতা অ্যডভোকেট বাবুল খান, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি শিপনা আক্তার সুমি, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মাস্টার, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক শীপন চন্দ্র বর্মন, বাঘেরবাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি আমিন উদ্দিন কাইয়া, সদর উপজেলা আওয়ামীলীগ নেত্রী সঙ্গীতা আলম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম মেম্বার, কবি শাহান সাহাবুদ্দিন, ছাত্রলীগ নেতা মিলনসহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন বেতার ও টেলিভিশনের শিল্পী সঙ্গীত পরিবেশন করেন।