ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


তাবিথের জন্য ভোট চাইলেন মা


১৯ জানুয়ারী ২০২০ ০৭:৪২

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ধানের শীষে ভোট চাইলেন তার মা নাসরিন আউয়াল।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর ১৭নং ওয়ার্ডের খিলক্ষেত কুড়িল কাজীবাড়ি এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় তিনি ধানের শীষের লিফলেট বিতরণ করেন। ভোটারদের কাছে ছেলে তাবিথ আউয়ালের জন্য ধানের শীষে ভোট চান। তার সঙ্গে স্থানীয় মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।

নাসরিন আউয়াল মিন্টু বলেন, ছেলের জন্য ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছি। তাদের কাছে ভোট চেয়েছি। তাদের সাড়া দেখে আমি অভিভূত।

তিনি আরও বলেন, নগরবাসীর জন্য আমার ছেলে তাবিথ যে স্বপ্ন দেখছে, তা বাস্তবায়নে ধানের শীষ বিজয়ী করতে সর্বস্তরের ভোটারের ভোট চাই।

নতুনসময়/আইকে