ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ালেন মির্জা ফখরুল

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন। এই অনশনে ইতোমধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন ১৪ শিক্ষার্থী। এবার তাদের সাথে একাত্নতা প্রকাশ করে শিক্ষার্থীদের দাবির পক্ষে দাঁড়ালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৮ জানুয়ারি) তিনি এই ঘোষণা দেন।
মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা অত্যন্ত যৌক্তিক একটি দাবি নিয়ে আন্দোলন করছে। সরস্বতী পূজার দিন সিটি নির্বাচন কোনোভাবেই মেনে নেয়া যায় না। নির্বাচন অবশ্যই পেছানো উচিত। উল্লেখ্য, নির্বাচন পেছানো যায় কি না তা নিয়ে বিকেলে নির্বাচন কমিশন ভবনে বৈঠকে বসেছেন কর্মকর্তারা। এখনো বৈঠক চলছে।
নতুনসময়/আইকে