ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


পোস্টার দিন, আমি নিজে লাগিয়ে দেব: তাবিথকে আতিকুল


১৭ জানুয়ারী ২০২০ ০৩:৫২

বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের পোস্টার লাগিয়ে দিতে চান আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলাম। তাবিথকে উদ্দেশ্য করে আতিকুল ইসলাম বলেন, ‘আপনার পোস্টার দিন, আমি নিজেই লাগিয়ে দেবো।’ তাবিথ আউয়াল তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগের প্রেক্ষিতে আতিকুল এমন মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মিরপুরে নির্বাচনী গণসংযোগের শুরুতে পথসভায় তিনি এ কথা বলেন।

এ সময় মিরপুরের আলুব্দী ঈদগাহ ময়দানের পাশ থেকেই নিজের নির্বাচনী গণসংযোগ ও পথসভা শুরু করেন আতিকুল। নির্বাচনী গণসংযোগে আতিকুল সেকশন ১১, পলাশনগর, সেকশন ১২, পল্লবী, মিল্কভিটা এলাকায় গণসংযোগ করেন। উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। উত্তরের নির্বাচনে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি মনোনীত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। আর বিএনপি থেকে লড়বেন তাবিথ আউয়াল। প্রতীক পাওয়ার পর থেকেই জোরেশোরে প্রচারণায় ‍নেমেছেন প্রার্থীরা। প্রতিটি অলিতে গলিতে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। এর মধ্যে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল তার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন।

আজ সকাল থেকে সপ্তম দিনের মতো নির্বাচনী গণসংযোগে নামলে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে আতিকুল বলেন, ‘আপনারাই দেখুন পুরো ঢাকায় তাবিথ আউয়ালের পোস্টার। আমি যদি বলতাম, আমাদের নেতারা যদি বলত পোস্টার ছিঁড়তে, তাহলে তাবিথ আউয়ালের একটি পোস্টারও থাকত না। আমাদের ছেঁড়া লাগবে না। আমি আপনাকে (তাবিথ আউয়াল) বলছি আপনার পোস্টার দিন, আমি লাগিয়ে দেব। একটি পোস্টারও ছিঁড়বে না। এসব অভিযোগ না করে শেষ পর্যন্ত মাঠে থাকেন, ৩০ জানুয়ারি দেখা যাবে, নৌকা বিজয়ী হবেই।’

নতুনসময়/আইকে