ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


প্রগতি সরণি-শ্যামলীতে প্রচারে তাবিথ, দয়াগঞ্জ-গোলাপবাগে ইশরাক


১৬ জানুয়ারী ২০২০ ২২:৪৪

নির্বাচনী প্রচারের সপ্তম দিনে রাজধানীর প্রগতি সরণি থেকে জনসংযোগ শুরু করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

আর দয়াগঞ্জ মোড় থেকে ভোটের প্রচার শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। নিজের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছেন ইশরাক নিজেই।

আর বিএনপির নির্বাচন পরিচালনায় গঠিত গণযোগাযোগ উপকমিটির সদস্য ওমর ফারুক শাফিন বলেন, বৃহস্পতিবার তিনটি ওয়ার্ডে নির্বাচনী প্রচার চালাবেন তাবিথ আউয়াল।

এদিন ২৬ নম্বর ওয়ার্ডের আংশিক এবং ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে তাবিথ আওয়াল নির্বাচনী প্রচার চালাবেন।

আর ৫০ নম্বর ওয়ার্ডের দয়াগঞ্জ মোড় শহীদ ফারুক সড়ক থেকে দিনের কর্মসূচি শুরু করে সেখান থেকে দিনব্যাপী যাত্রাবাড়ী থানার ৪৮, ৬২, ৬৩, ৬৪, ৬৫ ও ৪৯ নম্বর ওয়ার্ডে প্রচার চালাবেন ইশরাক হোসেন। ৪৯ নম্বর ওয়ার্ডের গোলাপবাগ গিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন ইশরাক।

উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির ভোট হবে। এবারই প্রথম ঢাকার দুই সিটির প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট হবে।

নতুনসময়/আইকে