মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়: ইসহাক মিয়া

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় ভুক্ত ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদ-প্রার্থী হাজী মোঃ ইসাহাক মিয়া বলেছেন, আমি যদি এই ওয়ার্ড থেকে নির্বাচিত হই তাহলে আমার ওয়ার্ড কে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করবো এবং উন্নত, সমৃদ্ধ, পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ডে গড়ে তুলবো।
বুধবার সকাল ১১টায় জমজ রোডের সাদ মুসা সিটি সেন্টারে এক আলোচনা সভায় তিন এই সব কথা বলেন।
কাউন্সিলর পদ- প্রার্থী হাজী মোঃ ইসহাক মিয়া বলেন, এখন আমাদের ব্যক্তিতা দেওয়া সময় না, ভোট চাওয়ার সময় জনগণের কাছে। সামনে আমাদের আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আমাদের সচেতন এবং সতর্ক থাকতে হবে । ইভিএম নিয়ে আমাদের ধারণা খুবই কম। নির্বাচন কমিশনের লোক তিন থেকে চার দিন আগে এসে প্রশিক্ষণ দিয়ে যাবে কিভাবে ভোট দিতে হবে । এই বিষয় নিয়ে আমাদের ভাবার কোন কারন নেই । সবাই সতসফুত ভাবে ভোট দিবেন।
তিনি বলেন,
আমি আপনাদের দোয়া চাই এবং আপনাদের দোয়া নিয়েই এই নির্বাচনে জয়ী হতে চাই ও বাঁচতে চাই। আমি এই নির্বাচনে সকলের সহযোগিতা ও সাহায্য কামনা করছি। কিভাবে কাজ করলে ভোটার সংখ্যা বাড়বে এবং কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে সেই দিকে ও আমাদের লক্ষ্য রাখতে হবে ।
এছাড়া, ১৭নং ওয়ার্ডে ভোটার সংখ্যা প্রায় ১০,৪০০০ (এক লক্ষ চার হাজার) হাজার। এবং কেন্দ্র সংখ্যা ২৫টি স্থাপনা ১৫টি।
ঢাকা মহানগরে উত্তরের কার্য নির্বাহী সদস্য হাজী মোঃ ইসরাফিল আশরাফ বলেন, এই নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা দেখেছি গত সিটি কর্পোরেশনের ভোটার সংখ্যা অনেক কম ছিল , সে দিকে লক্ষ্য রেখে আমাদের এই বার কাজ করতে হবে। ভোটের দিন একটা আনন্দময়
সুন্দর এবং এই সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে যেন জনগণ নিভীঘ্ন ভাবে ভোট দিতে পারেন। এবং সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দেওয়া জন্য জোরালো আবেদন করছি । যিনি বিএনপির প্রার্থী তাকে দুর্বল ভাবা যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরও শক্তিশালী করার জন্য সবাইকে এক হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি ।
১৭নং ওয়ার্ডের সভাপতি হাজী মোঃ ওমর আলীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের কার্য নির্বাহী সদস্য হাজী মোঃ ইসরাফিল আশরাফ, ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিন্নাত আলী, ভাটারা থানার স্চ্ছোসেবক লীগের সভাপতি হাজী নিয়াজ মাহমুদ নান্নু , ওয়ার্ডের সহ- সভাপতি হাজী শহিদুল্লাহ ছাড়াও আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের নেত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।