ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


আচরণবিধি লঙ্ঘনে কারণ দর্শানো নোটিশ: আতিকুলের জবাব


৯ জানুয়ারী ২০২০ ০৮:০৭

ঢাকা উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের দেওয়া কারণ দর্শানো নোটিশের জবাব দিয়েছেন আতিকুল। আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উত্তরের রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ সংক্রান্ত একটি চিঠি জমা দেন আতিকের প্রতিনিধি। উত্তরের রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার মাহবুব আলমের কাছে চিঠি জমা দেওয়া হয়।

দুই দিনের ভেতরে জবাবা চেয়ে এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার উত্তর সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা। এই নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এ নোটিশ পাঠান। জবাবে আতিকুল উল্লেখ করেন, মেয়র প্রার্থী আতিক কোনো নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেননি। নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার পর ঢাকা উত্তরা থানা আওয়ামী লীগের আয়োজনে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আতিক অংশগ্রহণ করেন। এতে করে নির্বাচনী বিধি ২০১৬ লঙ্ঘন হয়নি।

নতুনসময়/আইকে