দোয়া নিতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার অনুমতি চান ইশরাক

দুর্নীতির দ্বায়ে কারাপ্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চান দলীয় মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। নেত্রীর কাছ দোয়া ও আশীর্বাদ নিতেই নাকি দেখা করতে চান ইশরাক। এরই প্রেক্ষিতে বুধবার (৮ জানুয়ারি) কারা মহাপরিদর্শক ও কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেল সুপার বরাবর আবেদন করেছেন তিনি।
আবেদনে ইশরাক লিখেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আমি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নিকট থেকে দোয়া ও আশীর্বাদ নেওয়ার জন্য তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে ইচ্ছুক।
নতুনসময়/আইকে