নির্বাচনে প্রচারণায় নামার আগেই তারা হেরে বসে আছে: বিএনপিকে কাদের

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম নিয়ে বিতর্কের কিছু নেই। আপনারা (বিএনপি) ভোটারদের প্রতি আস্থা রাখার রাখুন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
ওবায়দুল কাদের বলেন, ইভিএম থাকলেও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, না থাকলেও অংশগ্রহণ করবে। এ নিয়ে বিতর্কের কিছু নেই। তারা (বিএনপি) বুঝেও না বোঝার ভান ধরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইভিএম নিয়ে নানান প্রশ্ন তুলছে। নির্বাচনে প্রচারণায় নামার আগেই তারা হেরে বসে আছে মন্তব্য করে বিএনপিকে জনগণ ও ভোটারদের প্রতি আস্থা রেখে ভোটের দিন শেষ পর্যন্ত ভোটে টিকে থাকার আহ্বান জানান তিনি।
সেতুমন্ত্রী আরও বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে কোনো ব্যক্তি যদি সাজা পেয়ে থাকে, তবে তা তদন্ত করে দেখা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খিজির হায়াত খান, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ছিদ্দিক প্রমুখ। এর আগে কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভা কার্যালয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ওবায়দুল কাদের।
নতুনসময়/আইকে