ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


অসুস্থ খালেদা, বিএনপির এমন অভিযোগ নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী


৮ জানুয়ারী ২০২০ ০৪:৪৫

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির অপরাজনীতি সবসময় আমরা খেয়াল করেছি। আমি একটু আগে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। বিএনপি যে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে অভিযোগ করেছে সেটা কতটুকু সঠিক? ডাক্তাররা আমাকে বলেছে, বিএনপি যেভাবে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে গণমাধ্যমে বলছেন বিষয়টি ঠিক সেরকম নয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আলাপকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া একজন বয়স্ক মানুষ। সে কারণে তার কিছু স্বাভাবিক বয়সজনিত সমস্যা রয়েছে। এর বাহিরেও তার যেসব সমস্যা রয়েছে তা দুই যুগেরও বেশি আগের। আর এটি বয়স হওয়ার সাথে সাথে বাড়ে, সেটি তার হয়েছে। তবে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের চিকিৎসকরা প্রতিদিনই তার স্বাস্থ্য পরীক্ষা করছেন, এমনকি আজও তার স্বাস্থ্য পরীক্ষা করবেন।

সর্বোচ্চ মেধা ও সামর্থ্য দিয়ে খালেদা জিয়ার যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা দেয়া যায় সে চেষ্টা করছেন এবং সেটি তাকে দেওয়া হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন, বলেন মন্ত্রী। বিএনপি নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, তারা অনুধাবন করতে পেরেছে, জনগণ তাদের সাথে নেই। এটি অনুধাবন করতে পেরে তারা পরাজয়ের আশঙ্কা থেকে নানা ধরনের অভিযোগের বাক্স খুলে বসেছে।

বিএনপি সব সময়ই প্রযুক্তির বিরোধিতা করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে যখন সরকার গঠন করেছিল সেই মেয়াদে তিনি প্রধানমন্ত্রী থাকাকালে বাংলাদেশকে প্রস্তাব দেয়া হয়েছিল বিনামূল্যে সাবমেরিন ক্যাবল বিনির্মাণের। বেগম খালেদা জিয়া বাংলাদেশের তথ্য পাচার হয়ে যাবে সেই কথা বলে সাবমেরিন স্থাপন করার অনুমতি দেননি। যেটি পরবর্তীতে হাজার কোটি টাকা খরচ করে স্থাপন করতে হয়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতে ইভিএমে ভোট হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সেটি নিয়ে সেখানকার সব পক্ষের সন্তুষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রেও ইভিএমে ভোট হয়, সেখানে আমাদের দেশে ইভিএমের বিরোধিতা বিএনপি কেন করছেন, সেটির কোনো সদুত্তর আমি খুঁজে পাচ্ছি না। আসলে বিএনপি প্রযুক্তি বিরোধী বলেই ইভিএমের বিরোধিতা করছেন।

নতুনসময়/আইকে